রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মদিন উপলক্ষে ৮ আগষ্ট ২০২২ খ্রি. একাডেমির সংগ্রহশালায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি নির্বাহী সদস্য জনাব যোগেন্দ্রনাথ সরেন, জনাব চিত্তরঞ্জন সরদার, জনাব সুসেনকুমার স্যামদুয়ার ও মাহালে নেতা জনাব মাইকেল মান্ড্রী। সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা জনাব বেনজামিন টুডু ও সঞ্চালনায় একাডেমির প্রশিক্ষক জনাব মানুয়েল সরেন। এর পূর্বে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।