স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২২ খ্রি. রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা লিখন, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কালো ব্যাজ ও খাবার বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।