সংস্থার উপর অর্পিত দায়িত্ব ও কার্যক্রম
ক. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংগীত, নৃত্য, নাটক, বাদ্য ও চারুকলার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
খ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে জাতীয় সংস্কৃতির মূল শ্রোতধারার সহিত সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদ্যাপন, স্থানীয় শিল্পীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহনের ব্যবস্থা গ্রহণ করা।
গ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, ইতিহাস, ঐতিহ্য এবং সমাজ ও সংস্কৃতির উপর সেমিনার, সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন এবং সেই সব বিষয়ে পুস্তুক সাময়িকী প্রকাশনা এবং প্রামাণ্য চিত্রধারণ ও প্রচার করা।
ঘ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তথা ভাষা, সাহিত্য, সংগীত, নৃত্য, বাদ্য, কারুশিল্প, ধর্ম, আচার-অনুষ্ঠান রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং গবেষণা কর্মসূচি পরিচালনা করা।
ঙ. আন্ত:জেলা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী গ্রহণ করা।
চ. দেশে বিদেশে আঞ্চলিক সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরা।
ছ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠান ও প্রতিযোগীতার আয়োজন করা।
জ. সাংস্কৃতিক ও নাট্য সংগঠনসমুহকে আর্থিক অনুদান এবং আর্থিকভাবে অস্বচ্ছল ও অসহায় শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা।
ঝ. কৃতি ও বরেণ্য শিল্পীদের সম্মানি ও সম্মাননা প্রদান করা।
ঞ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান সংগ্রহ করে যাদুঘর স্থাপন করা।
ট. ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক গবেষণামূলক গ্রন্থ প্রভৃতি নিয়ে লেখা পুস্তুক/গল্পসংগ্রহ করে একটি মূল্যবান লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে গবেষকদের সহায়তা প্রদান করা।